Easy techniques to remove hair roughness
চুলের রুক্ষতা দুর করার সহজ কৌশল |
হেমন্তের আবহাওয়া আসার আগমনে বাতাসে শীতলতা একটু একটু বাড়তে শুরু করেছে। এই কারণে রুক্ষ ত্বক ও চুলও প্রভাব পড়ছে ।বেশীভাগ লোকই বেশ চিন্তিত থাকে বিষয়টি নিয়ে। তবে কিছু টিপ অনুসরন করলে চুলের রুক্ষতাকে সহজেই বশে আনা সম্ভব হবে।
আমাদের প্রয়োজন হয় পর্যাপ্ত পুষ্টি ও আর্দ্রতা। এই আবহাওয়াতে চুল যদি সঠিক পুষ্টি পায়, তবে এই রুক্ষতার সমস্যা আপনা আপনি দূর হয়। আমাদের পকেটে বা আশে পাশে রয়েছে এমন প্রচুর উপাদান, যা রুক্ষতা নিয়ন্ত্রণ করতে বেশ কার্যকরী। শুধু চিন্তায় রাখতে হবে, প্রসাধনীর তুলনায় প্রাকৃতিক উপাদান কিছুটা মন্থর গতিতে কাজ করে। তাই এই কারনে দিনে দু–একবার ব্যবহার করেই সম্পূর্ণ সমাধান আশা করা ঠিক বোকামী।এই প্রাকৃতিক উপাদান ব্যবহারের সঙ্গে প্রয়োজন হয় আমাদের বাড়তি নিয়ম কামুন অনুসরন ও সঠিক যত্ন। নিয়ম মত যত্ন নিলে চুলের লাবণ্যময়ী হয়ে উঠবেআমাদের চুলের রুক্ষতা দূর করার জন্য প্রথমেই প্রয়োজন হয় প্রাকৃতিক কন্ডিশনার। আর কাঠা কলা প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে দারুণ বেশ উপযোগী , যা অনায়াসে দূর করতে সক্ষম রুক্ষতা। দুইটা পাকা কলার সঙ্গে তিন চা-চামচ মধু ও এককাপ নারকেল অথবা আমন্ড তেল মিশাতে হবে।এরপর চুলে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিতে হবে। তারপর শ্যাম্পু করে নিতে হবে।
চুলের রুক্ষতা দুর করার সহজ কৌশল-1
রুক্ষতার কারণে চুল ভেঙে যায়। এর থেকে মুক্তি পেতে ডিম দারুণ উপকারী বস্তু । অপর এই দিকে অলিভ অয়েল প্রযোজন। এরপর এই দুই উপাদান সমপরিমান একসঙ্গে মেশালেই তৈরি হবে যান হবে রুক্ষ চুলের জন্য আদর্শ প্যাক। ঐ মিশ্রণ টা গোড়া মাথার তালুসহ গোড়া চুলে ভালোভাবে লাগিয়ে রাখতে হবে ৫০ মিনিট। তারপরধাপে শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে নিতে হবে।
অ্যাভোকাডো বাংলাদেশে খুব একটা সহজলভ্য বস্তু নয়। এর ব্যবহার চুলের জন্যে এটি বিশেষ উপকারী। কেননা ভিটামিন বি ও ই–এর মতো প্রয়োজনীয় উপাদান, যা আমাদের চুলের রুক্ষতা দূর করতে সাহায্য সক্ষম।
আমাদের বাসার ফ্রিজে থাকা পরিচিত উপাদান মেয়োনেজও যা এই চুলের রুক্ষতায় ভীষণ কার্যকরী । এক কাপ মেয়োনেজ, তিন টেবিল–চামচ অলিভ অয়েল এবং চুলের দৈর্ঘ্য অনুযায়ী তিন–দুইটা ডিম একসঙ্গে মিশিয়ে নিতে হবে।এই মিশ্রণটি চুলে গোড়া লাগিয়ে এই অবস্থায় শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে রাখার অন্তত ৪০ মিনিট। তারপরে শ্যাম্পু দিয়ে ভালো ভাতে ধুয়ে ফেলতে হবে। বরং এই মাস্ক শুধু রুক্ষতা দূর করে না এর সঙ্গে চুলের উজ্জ্বলতাও বাড়ায় দারুন ভাবে।
চুলের রুক্ষতা দুর করার সহজ কৌশল-2
চুলের যত্নে হট অয়েল ম্যাসাজ বা হালকা গরম তেলের মালিশ পরিচিত উপাদন যা সবাই ব্যবহার করে থাকে। এই কৌশলে চুলের রুক্ষতা দূর করতেও এটি বেশ কার্যকর। বেশ ভালো মানের নারকেল তেল এভাবে নিয়ম অনুযায়ী ব্যবহার করলে বরং তো রুক্ষতা অনেকটাই কমে। তবে বয়সভিত্তিক একেকজনের চুলে একেক ধরনের তেল বেশি কার্যকর হবে ।এটা নিয়ে ভয় পাবার দরকার নেই। তার জন্য একাধিক তেল মিশিয়েও চুলে সঠিকভাবে ম্যাসাজ করলে ভালো ফল পাওয়া যাবে আমরা আশাবাদী।
আবার বয়সভিত্তিক চুলের ধরন অনুযায়ীও সুন্দর ভাবে তেল বেছে নেওয়া যায়। পাতলা চুলের জন্য হালকা তেল,উদাহরণ জোজোবা বা আমন্ড তেল বেছে নিতে পারেন। আবার বেশী ঘন চুলের জন্য বাজারে পাওয়াকৃত নারকেল তেল বা আর্গান তেল। এই কারনে প্রয়োজন অনুযায়ী একাধিক তেল মিশিয়ে একটু সামান্য গরম করে মালিশ করে নিন। এ ক্ষেত্রে মাথায় রাখতে হবে, তেল খুব বেশি গরম করলে তার কার্যকারী উপাদান নষ্ট হয়ে যায়। তাই নিয়ম অনুযায়ী হালকা গরম তেল মাথার গোড়ায় তালুতে ২৫-৩৫ মিনিট ধরে হালকাভাবে মালিশ করুন। এরপর গরম পানিতে নরম তোয়ালে ডুবিয়ে প্রয়োজনীয় পানি ফেলে দিয়ে সুন্দর ভাবে চুলে বেঁধে রাখতে হবে।
Nice
Finish
Finished
Finish
Yeah too good
👉2
চুলে বেঁধে রাখতে হবে
word
Nice
👍